দক্ষিনদিনাজপুর

উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ও নবম স্থান অধিকার করল বালুরঘাটের দুই কন্যা

উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নয়নিকা রায়। পাশাপাশি সে জেলায় প্রথম স্থান অধিকার করেছেন। ছেলেদের পেছনে ফেলে জেলার মধ্যে প্রথম হয়েছে নয়নিকা রায়। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৫। কলা বিভাগের ছাত্রী সে। বাড়ি বালুরঘাট শহরের আর্য্য সমিতি এলাকায়। বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। আগামী দিনে সে ইংরেজি নিয়ে পড়াশুনা করতে চায়। নয়নিকার অভাবনীয় এই সাফল্যে খুশি নয়নিকার পরিবার থেকে স্কুলের শিক্ষকরা। শুক্রবার সকালে টিভির পর্দায় রেজাল্টের খবর পেতেই নয়নিকার বাড়িতে হাজির হয় শিক্ষক থেকে পাড়া প্রতিবেশীরা। মিষ্টি মুখ করিয়ে চলে সংবর্ধনা দেওয়ার পালা। 

এবিষয়ে নয়নিকা রায় জানায়, ভালো ফল করে সে খুব খুশি। ভবিষ্যতে সে ইংলিশ নিয়ে এগোতে চায়। তাঁর পড়াশুনোর ক্ষেত্রে তাঁর পরিবার থেকে শিক্ষক-শিক্ষিকারা সহায়তা করেছে। 

এবিষয়ে নয়নিকার মা দেবলিনা রায় জানান, মেয়ের ভালো ফলে খুশি তিনি। ভবিষ্যতে তাঁর মেয়ে যা হতে চায়, তাঁর পাশে থাকবেন বলে তিনি জানান।

এদিকে মাধ্যমিকে ললিত মোহন আদর্শ স্কুল প্রথম দশে ঠাঁই না পেলেও উচ্চ মাধ্যমিকে একই স্কুল থেকে দু'জন প্রথম দশে স্থান পেয়েছে।  

ষষ্ঠ স্থানের পর বালুরঘাট ললিত মোহন আদর্শ স্কুল থেকেই নবম স্থান অধিকার করল প্রত্যূষা সাহা। জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮২। আগামী দিনে রসায়ন নিয়ে পরে গবেষক হওয়ার ইচ্ছে রয়েছে প্রত্যূষার। প্রত্যূষার বাড়ি বালুরঘাট শহরের চৌরঙ্গী এলাকায়। বাবা মা দু'জনেই পোস্ট অফিসে চাকরি করেন। প্রত্যূষার অভাবনীয় এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও স্কুলের শিক্ষকরা। শুক্রবার সকালে টিভির পর্দায় রেজাল্টের খবর পেতেই প্রত্যূষার বাড়িতে হাজির হয় শিক্ষক থেকে পাড়া প্রতিবেশীরা। মিষ্টি মুখ করিয়ে চলে সংবর্ধনা দেওয়ার পালা। 

এবিষয়ে প্রত্যূষা সাহা জানায়, সে ৮০ শতাংশের বেশী নম্বর পাবে বলে আশা করেছিল। তবে প্রথম দশে স্থান অধিকার করতে পারবে বলে কখনও ভাবেনি। ভালো ফল পেয়ে সে খুব খুশি। আগামী দিনে রসায়ন নিয়ে পরে গবেষণা করতে চায় সে।   

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/iXqjmZjIHVE